প্রকাশিত: Sat, Mar 18, 2023 7:42 AM
আপডেট: Fri, May 16, 2025 4:24 AM
আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ
সাঈদুর রহমান: প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সিলেটের মাটিতে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আইরিশদের বাংলাদেশ সফর। প্রথম ওয়ানডে ম্যাচে সিলেট স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আয়ারল্যান্ডকে মোকাবিলা করবে বাংলাদেশ। চলতি মাসেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। এমন জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের সঙ্গে লড়াইয়ে নামতে চান তামিমসেনারা। আয়াল্যান্ডের বিরুদ্ধে এখনো পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে সাকিব-তামিমরা। যেখানে ৭ জয় নিয়ে আইরিশদের থেকে এগিয়ে টাইগাররা। অন্যদিকে দুই জয় অ্যায়ারল্যান্ডের এবং এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সবশেষ ২০১৯ সালের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ড। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
পরিসংখ্যানে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে সহজ করে ভাবতে চান না বাংলাদেশ দলের হেড কোচ হাথুরুসিংহে। কারণ বাংলাদেশকে হারাতে নিজেদের কঠিন ভাবে প্রস্তুত করেছে আয়ারল্যান্ড। যার প্রমাণ মিলেছে প্রস্তুতি ম্যাচে, বিসিবির দেওয়া একাদশকে ৭৭ রানের ব্যবধানে হারিয়ে সামর্থ্যরে জানান দিয়েছে আইরিশরা। তাই ইংল্যান্ডের মতো করেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দল সাজাতে চান হাথুরু।
অন্যদিকে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন জাকির হাসান। বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছে জাকির। তার দলে জায়গায় সুযোগ পেয়েছে রনি তালুকদার। এছাড়াও শুক্রবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছে মেহেদী মিরাজ। তাই প্রথম ম্যাচের একাদশে মিরাজ এখনো অনিশ্চিত। তবে সেরা দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন অধিনায়ক তামিম ইকবাল। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
